Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

সিটিজেন চার্টার

উপ-স্বাস্থ্য কেন্দ্র আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

·         ডাইরিয়া রোগীদের জন্য ওআরএস সরবারহ করা হয়।

·         হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন টেবলেট

সরবারহ করা হয়।

·         জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষ্মা রোগীদের বিনামূল্য ঔষধ সরবারহ করা হয়।

·         শিশু ও মহিলাদের ইপিআই কার্য্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয় ।

·         উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সেবা দেয়া হয় ।

·         উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর কিশোরিদের ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয় ।

·         প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয় ।

·         আগত রোগী ও তাদের স্বজনদের কে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয় ।

·         সরবরাহ স্বাপেক্ষে রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়, তবে চিকিৎসার স্বর্থে বাহির থেকেও ওষুধ আনতে হয় ।

·         উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োহণীয় সংখ্যক নোটিশ বোড আছে ।

·         বোর্ডে মজুদ ওষুধের তালিকা, প্রদানকৃত নেবা সমূহের তালিকা টানানো আছে ।

·         সেবা গ্রহিতার কর্তব্য:

সেবা প্রদানকারীহণ সেবা গ্রহিতার নিকট হতে ভাল ব্যবহারের অধিকার রাখে ।